স্বাধীন সংবাদ ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর মৃত্যুর পরের দিন মাজহারুল ইসলাম (৭০) নামের এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরআগে রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মারা যান তার স্ত্রী মরিয়ম বেগম (৬৪)।
মাজহারুল ইসলাম স্থানীয় বেড়িবাজার নুরানি মাদরাসার সহকারী শিক্ষক ও লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামের বাসিন্দা। তিনি লামচর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমির ছিলেন।
লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে মাজহারুল তার স্ত্রীর জানাজায় অংশ নেন। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ দুপুরে তিনি মারা যান। রাতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।