মানিকগঞ্জের ঘিওরে রাস্তা নিমার্ণে অনিয়মের অভিযোগ 

মোঃ জাহাঙ্গীর আলম:

জনগণের দীর্ঘ প্রত্যাশায় কর্তৃপক্ষের আস্থায় এখনো দুর্ভোগ পোহাতে হয় রাস্তায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ইয়াসিন মোড় হতে বাঙ্গালা মোড় পর্যন্ত (১৮০০ মিটার) রাস্তা ৭৬ লাখ টাকা রিপিয়ারিং কাজের উপর নির্ভর করে রাস্তার নিমার্ণ কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নেমস কর্পোরেশন স্বত্বাঅধিকারী ঠিকাদার আসাদ।

স্হানীয়বাসীদের অভিযোগ এলজিইডির ২৩—২৪ অর্থ বছরের প্রকল্পে কাজে জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও (১৮০০) মিটার রাস্তায় নিম্নমানের ইট খোয়াসহ বাঁশের কুনচি দিয়ে গাইড ওয়াল ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে, পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করানো, ইট খোয়ার গাইড ওয়াল বার বার ফাটল ধরে ভাংগতে শুরু করছে ও গাইড ওয়ালের নিচে মাটি নাই ইটের খোয়া নাম্বার বিহীন তাছাড়া স্হানীয়দের সাথে ঠিকাদার প্রতিষ্ঠান বলে বেড়ায় যেমনি ইচ্ছা তেমনি করে যাবো কাজ নিয়ে কারো মাথা ব্যথা নাই।

এই রাস্তার কাজে তদারকীতে এলজিইডি কর্মকর্তাদের গাফিলতি আছে স্হানীয়দের অভিযোগ।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্তত্বাঅধিকারী আসাদ মুঠোফোনে সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম কে বলেন আমরা তো এখনো কাজটা শেষ করতে পারি নাই এক পর্যায় এক্সচেঞ্জ স্যারের সাথে কথা হয়েছে ওনি সাইট দেখেছে ওনি বিষয়টি জানেন।

ঘিওর উপজেলা প্রকৌশল মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন এটা মেরামতের  রিপিয়ারিং প্রকল্পের কাজ প্রচুর বৃষ্টির কারনে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত  হয়েছে, ঠিকাদারকে অবগত করা হয়েছে তাছাড়া স্থানীয়দের সাথে ক্ষুব্ধ আচরণে ব্যবস্হা গ্রহণের কথা বলেন।
এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশল এবিএম খোরশেদ আলম বলেন জেনে শুনে বলতে হবে বিকালের আগে ফ্রী হতে পারবো না পরবর্তীতে বিকালে মুঠো ফোনে ফোন করলে ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *