গুলিবিদ্ধ শিশু মুসাকে পাঠানো হলো সিঙ্গাপুরে

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসাকে (৭)। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।

গুলিবিদ্ধ মুসাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলে জানা গেছে।

বাসিত খান মুসা গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় মেরাদিয়া হাট এলাকায় বাসার নিচে দাদিকে নিয়ে আইক্রিম কিনতে যায়।

এ সময় দাদি মায়া ইসলাম (৬০) ও মুসা গুলিবিদ্ধ হন। পরে মায়া ইসলামের মৃত্যু হয়।মুস্তাফিজুর রহমান ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান বাসিত খান মুসা। তাকে শুরুকে ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরে সংকটাপন্ন মুসাকে সিএমএইচের নিউরোসার্জন বিভাগে (প্রাপ্তবয়স্কদের জন্য) স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা মুসাকে সিঙ্গাপুর পাঠানোর জন্য সুপারিশ করেন।চিকিৎসকরা জানিয়েছেন, সিঙ্গাপুরের চিকিৎসকের যে দলটি মুসার চিকিৎসা করবে, তাদের একজন এয়ার অ্যাম্বুলেন্সে এসেছেন। তাকে মুসার চিকিৎসার সব কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *