নাঈম উদ্দিন:
আয়োজনে:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ!
আজ সকাল ৯ থেকে নারায়ণগঞ্জ চাষাড়া কলেজ রোড মোড়ে কাচা বাজার এর বিনা লাভে শাক—সবজি বিক্রি করা হয়েছে।যাদের যথাসাধ্য সম্ভব যত শাস্ত্রে যতোটুকু দরকার ততটুকু কিনে নিয়েছে।এটা কোন সংগঠনের বা ব্যক্তিগত কোন স্বার্থে বা কোন উদ্দেশ্য করে কোন সাংগঠনিক কার্যকলাপ নয় এগুলা সব আমাদের সাধারণ জনগণের জন্য।