সারোয়ার হোসাইন:
ভূমি কর্তৃপক্ষ সেবার মানোন্নয়নে ও জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি ও ভূমি সেবা ক্যাম্পেইন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান।
২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, নালিতাবাড়ী: সচেতন নাগরিক কমিটি (সনাক)—টিআইবি, নালিতাবাড়ীর এর আয়োজনে ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে অধিপরামর্শ সভায় অনুষ্ঠিত হয় নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষের সাথে।
উল্লেখিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান। সনাক সহ—সভাপতি মো: মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান বলেন ভূমি সেবাখাত কে আরো সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান ভূমি সেবার প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে ভূমি সেবার মান কে আরো সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করে বলেন নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসে নামজারি আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে আরো বেশি সচেতন করা এবং ভূমি সেবা প্রদানের জন্য প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা ক্যাম্প পরিচালনা করা হবে সেই সাথে সাধারণ মানুষের মতামত/অভিযোগ গ্রহণের জন্য গনশুনানি কার্যক্রমের আয়োজন করা হবে।
তিনি বলেন আমি নিজে দুর্নীতিমুক্ত এবং আমার আওতাধীন সকল ভূমি সেবা সংশ্লিষ্ট কর্মীবৃন্দ কে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করছি, আশাকরি তা সফল হবে। আমরা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম নিয়ে প্রচারণা করছি এবং সাধারণ মানুষের মতামত প্রত্যাশা করছি। দুর্নীতি কমাতে নামজারি আবেদন করার ক্ষেত্রে আমরা কোন আবেদন পত্রের ফটোকপি গ্রহণ করছি না, আমরা শুধুমাত্র প্রিন্টিং খরচ মূল্যে উপজেলা ভূমি অফিস থেকে ভূমি সেবার বিভিন্ন ফরমেট দিচ্ছি।
উপজেলা ভূমি অফিসের ওয়েবপোর্টালে সনাকের সুপারিশকৃত বিষয় সহ সকল তথ্য হালনাগাদ করার জন্য মৌখিক নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান। তিনি সনাকের সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলার ভূমি সেবার হালনাগাদ তথ্য সংক্রান্ত লিফলেট তৈরি ও তথ্যবোর্ড স্থাপনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন।
সভায় টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক ভূমি সেবা নিয়ে আয়োজিত কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে চিহ্নিত সমস্যাসমূহের প্রেক্ষিতে অত্র উপজেলা ভূমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় সনাক সহ সভাপতি উপজেলা ভূমি সেবার মান বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের মাধ্যমে ইতিমধ্যে গৃহিত পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সনাক কর্তৃক আলোচিত উল্লেখ্যযোগ্য সমস্যাগুলো হলো ওয়েবপোর্টাল পরিপূর্ণ হালনাগাদ নাই, ভূমি সেবা গ্রহনে অতিরিক্ত অর্থ আদায়, বিলম্বিত ভূমি সেবা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব ইত্যাদি।
সভায় সনাক সহ সভাপতি, সদস্যবৃন্দ, ইয়েস ও ভূমি বিষয়ক এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন।