বিজিবির অভিযানে সীমান্তে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ

স্বাধীন সংবাদ ডেস্ক : 

 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সোমবার ও মঙ্গলবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিজিবির টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৭০২ পিস ভারতীয় শাড়ি, ১০৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থান কাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২৪১১ পিস সাবান, ১টি টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪টি বিয়ার, ১১৮৫ কেজি বাংলাদেশি রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *