স্বাধীন সংবাদ ডেস্ক:
শ্যামপুর কদমতলী এন্ড যাত্রাবাড়ির থানা প্রেস ক্লাবের আজকের মত বিনিময় প্রথম অধিবেশনের সভায় সভাপতিত্ব করছেন ক্লালেব সহ সভাপতি গাজি রুবেল। এ সময় আরো উপন্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো:ইকবাল হোসেন , ক্যাশিয়ার মো: মনির হোসেবন ও সদস্য মো: সুমন।