আল্লু অর্জুনের পুষ্পা ২ মুক্তির আগেই আয় ১৪০০ কোটি

স্বাধীন বিনোদন ডেস্ক: 

 

২০২১ সালে করোনাপরবর্তী সময়ে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়েই ভারতীয় সিনেমায় দর্শক ফিরেছিল। মুক্তির পর প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল সুকুমারের দক্ষিণী এ ছবিটি। এর পর থেকেই দশর্করা অপেক্ষায় ছিলেন পরের কিস্তির। কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৬ ডিসেম্বর আসছে ‘পুষ্পা : দ্য রুল’।

মুক্তির আগেই ১ হাজার ৪০০ কোটি রুপি আয় করেছে পুষ্পা ২। এবারও আছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আরও বড় চমক থাকছে এ ছবিতে। প্রথম কিস্তির আইটেম গান দিয়ে ভারতজুড়ে পরিচিতি পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। কিন্তু এবার ‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

মুক্তির আগেই ‘পুষ্পা ২’ এই বিপুল আয় করেছে মূলত বিভিন্ন স্বত্ব বিক্রি করে। ফলে এই ছবি যে মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, তা বলাই যায়। আর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে— মুক্তির আগেই ১ হাজার ৪০০ কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা ২’!

সূত্রের খবর, ৫০০ কোটি রুপির বাজেটে তৈরি হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু এখন পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে। একটি সমীক্ষায় দাবি করা হয়েছে— প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। এর মধ্যে তেলেগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। ছবির হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি রুপিতে। অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি রুপি।

আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, এই ছবির ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে ৪২৫ কোটি রুপিতে। একটি ওটিটি মাধ্যম ছবিটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে।

ইদানীং ছবি মুক্তির আগে তার স্বত্ব বিক্রি হয়ে যাওয়া নতুন ঘটনা নয়। তবে দাবি করা হচ্ছে— এখন পর্যন্ত মুক্তির আগে কোনো ভারতীয় ছবি ‘পুষ্পা ২’-এর মতো ব্যবসা করতে পারেনি। মুক্তির পর ছবিটি যে দেশের বক্স অফিসে নতুন নজির গড়তে পারে, সেই দাবিও করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একটি অংশ।

এর আগেই জানা গেছে, ‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এই ছবির প্রথম কিস্তির আইটেম গান দিয়ে ভারতজুড়ে পরিচিতি পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। এবার সেই ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *