বাউফলে যুবলীগ নেতা তরুণীসহ আটক

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নারীসহ ইউনিয়ন যুবলীগ সভাপতিকে আটক করেছে পুলিশ। আটক যুবলীগ নেতার নাম মিজান মোল্লা (৪৭)। তিনি কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদকসেবন, মাদক কারবার ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১০টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের কলেজ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আপত্তিকর অবস্থায় এক নারীসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মিজান মোল্লা নামের একজন যুবলীগ নেতা কালাইয়া কলেজ রোডে একজন আওয়ামী লীগ নেত্রীর বাসায় অন্য এক নারীকে নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছেন বলে খবর দেয় স্থানীয়রা। পরে থানার টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে কয়েক শ মানুষ বাইরে থেকে বাড়িটি ঘেরাও করে রেখেছিল।

থানার ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দোতলা ভবনের নিচতলার একটি ঘর থেকে মিজান মোল্লাকে আটক করে। একই ভবনের দোতলার একটি ঘর থেকে এক নারীকে আটক করে পুলিশ।

জানা যায়, আটক যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি কবরস্থানের জায়গা দখল করে ঘর তোলা এবং সেই ঘরে মাদকের আড্ডা বসানোর অভিযোগ আছে। তিনি নিজেও সেখানে মাদক সেবন করতেন।

একাধিক মাদক মামলার আসামি ও নিয়মিত মাদক কারবারি রেজাউল ওরফে রেজু মিজান মোল্লার সেই ঘর দেখাশোনা করতেন। এরআগেও বিভিন্ন সময় মাদক ইস্যুতে যুবলীগ সভাপতি মিজান মোল্লার নাম এসেছিল এবং ওই বাসা থেকে মাদক উদ্ধারও হয়েছিল। কিন্তু সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের প্রভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। সরকার পতনের পরে সম্প্রতি ছাত্র—জনতা কবরস্থান দখল করে গড়ে তোলা মাদকের আখড়া ঘর গুড়িয়ে দেয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, মিজার মোল্লাকে এক নারীকে নিয়ে এই বাসায় ঢুকতে দেখে এক শিক্ষার্থী।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দোতলা ভবনের নিচতলার একটি ঘর থেকে আটক করে। একপর্যায়ে অনেক লোক ভবনের ভেতরে ঢুকে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। বাইরেও অতিরিক্ত লোকজন দেখে তিনি নিচতলার ওই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেন। এরপর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। অনেক বছর ধরে ওই ভবনের দোতলার একটি ঘরে অসামাজিক কার্যকলাপ ঘটিয়ে আসছিলেন মিজান মোল্লা।

অভিযোগ অস্বীকার করে কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজান মোল্লা জানান, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কিছু কিশোর বয়সী ছেলে তাকে মারধর করে। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে ওই ভবনের একটি ঘরে প্রবেশ করেন। এখানে কোনো নারী সংক্রান্ত বিষয় নেই। তিনি মাদক কারবারের সঙ্গেও জড়িত না। এসব সব সাজানো নাটক বলে দাবি করেন তিনি।

আটক ওই নারী অভিযোগ অস্বীকার করে জানান, তাকে ডেকে এনে জোর করে কিছু লোক এই বাসায় ঢুকিয়ে দিয়েছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন যুবলীগ নেতাকে স্থানীয়রা আটকে রেখেছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে মাদক কারবার ও জমি দখলসহ বেশকিছু অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *