প্রভাস চক্রবর্তী:
বোয়ালখালী উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, গতকাল ২১ অক্টোবর ২০২৪ইং, সোমবার, গোমদন্ডী ফুলতল বাজার, গোমদন্ডী রেলগেট সংলগ্ন মাংসের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এসময় মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৩টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় তিনি বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।