স্টাফ রিপোর্টার:
দৈনিক এই বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মেরিনা রেমিকে সংবাদ প্রকাশের জের ধরে আটকে রেখে হেনস্তা, শ্লীলতাহানী করা ও গুম, খুনের ভয় দেখানোর বিষয়ে রাজউক চেয়ারম্যান বরাবরে লিখিতে অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মেরিনা রেমি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), উত্তরা ২/২ জোনাল, অফিস, ঢাকায় কর্মরত ইমারত পরিদর্শক অপি রুবেল, ইমারত পরিদর্শক মো: আমীন কবির, জরীপ কারক মফিজুল ইসলাম, রেকর্ড কিপার, মো: ফিরোজ আহমেদ, ইমারত পরিদর্শক অপি রুবেলের দালাল তাইজ উদ্দিন তানভীর, আব্দুল মজিদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), উত্তরা ২/২ জোনাল অফিস, ঢাকায় কর্মরত কতিপয় কর্মকর্তা—কর্মচারী, বহিরাগত মাস্তান, সন্ত্রাসীসহ ২০/২৫ জন অজ্ঞাত নামা ব্যক্তিদের অভিযুক্ত করে গত ২৩/১০/২০২৪ ইং তারিখ রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) জনাব মো: সিদ্দিকুর রহমান সরকার বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), উত্তরা ২/২ জোনাল, অফিস, ঢাকার ইমারত পরিদর্শক, অপি রুবেলের বিরুদ্ধে গত ১৬/১০/২০২৪ ইং তারিখ দৈনিক এই বাংলা পত্রিকায় “দুই কিস্তিতে ১০ লাখ টাকার মৌখিক চুক্তিতে রাজউকের ইমারত পরিদর্শকের সহযোগিতায় নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশ করে রাজউকের উত্তরা ২/২ জোনে ২৩/১০/২০২৪ ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় অথরাইজড অফিসার মাসুক আহমেদের কক্ষে ফলোআপ নিউজের জন্য সাক্ষাৎকার নিতে যায় সাংবাদিক মেরিনা রেমি। অথরাইজড অফিসারকে না পেয়ে ইমারত পরিদর্শক অপি রুবেলের কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত অপি রুবেল মেরিনার গতিরোধ করে। তারপর নিউজ সংক্রান্ত বিষয়ে অনর্থক তর্কের সৃষ্টি করার এক পর্যায়ে ফোন করে ১৫/২০ জন লোক ডেকে নিয়ে আসে অপি রুবেল। এরপর মফিজুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইমারত পরিদর্শক মো: আমীন কবির, অপি রুবেলের দালাল তাইজ উদ্দিন আহমেদ, আব্দুল মজিদসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন লোক মেরিনাকে আটকে রেখে হেনস্তা, শ্লীলতাহানী করা ও গুম, খুনের ভয় দেখায়। এরপর সাক্ষী এবং অজ্ঞাতনামা কিছু লোক মেরিনাকে উদ্ধার করে রাজউক অফিসের বাহিরে নিয়ে এসে রিক্সায় তুলে দেয়। পরে অভিযুক্তরা পূনরায় সম্মিলিতভাবে মেরিনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তেড়ে এলে কিছু লোকজনের সহযোগতায় স্থান ত্যাগ করে। পরে দৈনিক এই বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: শাহজাহান খান এবং অন্যান্যদেরকে জানিয়ে তথ্য উপাত্ত যতোটুকু পেরেছেন তা সংগ্রহ করে রাজউক চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মেরিনা রেমি জানান, আমি গত ১৬/১০/২০২৪ ইং তারিখ দৈনিক এই বাংলা পত্রিকায় “দুই কিস্তিতে ১০ লাখ টাকার মৌখিক চুক্তিতে রাজউকের ইমারত পরিদর্শকের সহযোগিতায় নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশ করি। এরপর রাজউকের উত্তরা ২/২ জোনে ২৩/১০/২০২৪ ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় অথরাইজড অফিসার মাসুক আহমেদের কক্ষে ফলোআপ নিউজের জন্য সাক্ষাৎকার নিতে যাই। অথরাইজড অফিসারকে না পেয়ে ইমারত পরিদর্শক অপি রুবেলের কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত অপি রুবেল আমার গতিরোধ করে। তারপর নিউজ সংক্রান্ত বিষয়ে অনর্থক তর্কের সৃষ্টি করার এক পর্যায়ে ফোন করে ১৫/২০ জন লোক ডেকে নিয়ে আসে। এরপর আমাকে আটকে রেখে হেনস্তা, শ্লীলতাহানী করা ও গুম, খুনের ভয় দেখায়। এই ঘটনায় আমি ২৩/১০/২০২৪ ইং তারিখ রাজউক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), উত্তরা ২/২ জোনাল অফিস, ঢাকায় কর্মরত ইমারত পরিদর্শক অপি রুবেল, ইমারত পরিদর্শক মো: আমীন কবির, জরীপ কারক মফিজুল ইসলাম, রেকর্ড কিপার, মো: ফিরোজ আহমেদ এবং ইমারত পরিদর্শক অপি রুবেলের দালাল তাইজ উদ্দিন তানভীর ও আব্দুল মজিদ বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। এদের মধ্যে জরীপ কারক মফিজুল ইসলাম, রেকর্ড কিপার, মো: ফিরোজ আহমেদ এবং ইমারত পরিদর্শক অপি রুবেলের দালাল তাইজ উদ্দিন তানভীর ও আব্দুল মজিদকে পাওয়া যায়নি। ইমারত পরিদর্শক অপি রুবেল বলেন, সাংবাদিক মেরিনা রেমির সাথে নিউজ নিয়ে তর্ক হয়েছে কিন্তু কোনো হেনস্তার ঘটনা ঘটেনি। ইমারত পরিদর্শক মো: আমীন কবির বক্তব্য দিতে রাজি হয়নি।
উল্লেখ্য যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর মহাপরিকল্পনাভূক্ত এরিয়ার মধ্যে উত্তরা রাজউকের জোন—২/২ এর আওতাধীন খিলক্ষেত, জোয়ারসাহারা, , নামাপাড়া রোড, ঢাকায় জোয়ারসাহারা মৌজার সিএস দাগ নং ২৮৮১, ২৮৮২ এবং আরএস দাগ নং ৭২৯০, ৭২৯২ এর উপর নির্মানাধীন ৮ম তলা ভবনটি নিয়মবহির্ভূতভাবে চতুরপার্শ্বে নকশা বিচ্যুতি (ডেভিয়েশন) করে নির্মান করা হচ্ছে। নির্মাণাধীন ভবনটিতে শ্রমিক ও পথচারীদের নিরাপত্তার জন্য দেওয়া হয়নি কোনো সেফটিনেট। ভবনের সামনে দেওয়া তথ্য সম্বলিত সাইনবোর্ডে রাজউকের ভবন নির্মাণ অনুমোদন স্মারক নং ২৫.৩৯.০০০০.১০৮.৩৩.২৩২.১৯ স্থা:, তারিখ: ১৪/০২/২০২০ খ্রিঃ উল্লেখ আছে। ভবন মালিক কামাল গং উত্তরা ২/২ জোনের ইমারত পরিদর্শক অপি রুবেল এর যোগসাজশে দুই কিস্তিতে ১০ লাখ টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে উল্লেখিত ভবন নির্মাণের সুযোগ করে দিয়েছেন মর্মে গত ১৬/১০/২০২৪ ইং তারিখ দৈনিক এই বাংলা পত্রিকায় “দুই কিস্তিতে ১০ লাখ টাকার মৌখিক চুক্তিতে রাজউকের ইমারত পরিদর্শকের সহযোগিতায় নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেরিনা রেমির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান কোনো আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।