নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার ছবি প্রকাশ

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

গত শনিবার ড্রোন দিয়ে তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না।

ইসরাইলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দফতর থেকে দাবি করা হয়, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর ড্রােন হামলায় নেতানিয়াহুর বাসভবনের একটি কক্ষের জানালা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।  ওই কক্ষটি নেতানিয়াহুর ‘শোবার ঘর’ বলে দাবি করা হয়।

টাইমস অব ইসরাইলসহ এবং অন্যান্য ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলেছে, তারা মঙ্গলবার ছিন্নভিন্ন জানালা বিভিন্ন চিত্র প্রকাশ করতে সক্ষম হয়েছে।

 

এদিকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর বাসভবনে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ এ কথা জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ড্রোন হামলার কোনো কোনো প্রাণহানি না হলেও ভবিষ্যতে এটি ঘটতে পারে।  এর মাধ্যমে হিজবুল্লাহ ভবিষ্যতে একই ধরনের হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দেন আফিফ।

মোহাম্মদ আফিফ বলেন, ‘নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে, এটি মেনে নিয়েছে  ইসরাইল।  আগের হামলায় নেতানিয়াহু আহত না হলেও আসন্ন দিনে তা ঘটবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *