ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাছচাপায় এক কৃষকের মৃত্যু

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

ঘূর্ণিঝড় দানার প্রভাবে গাছচাপায় বরগুনার বেতাগীতে আশরাফ আলী হাওলাদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ছোট মোকামিয়া বাজারে যাওয়ার পথে তার মৃত্যু হয়।আশরাফ উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে।প্রত্যক্ষদর্শী কিসমত করুণা গ্রামের সুশান্ত কুমার গাইন জানান, হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে বাজারে যাওয়া চেষ্টা করেন আশরাফ।

পথে চাম্বল গাছ উপড়ে পড়ে চাপা পড়েন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক মাসুদ হাসান।নিহতের বড় ছেলে জাফর হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পারিবারিক কবরস্থানে বাবার লাশ দাফন করা হয়েছে।’বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক বলেন, বেতাগী সদর ইউনিয়নের কিসমত করুণা গ্রামের কৃষক আশরাফ আলী হাওলাদের গাছচাপায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *