নোয়াখালীর সেনবাগে ঠান্ডা পানির কুলার উপহারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের:

 

সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সর্ব সাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উপহারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগের বিন্নাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সর্ব সাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উপহারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দাম্মাম সৌদি আরবের মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মহি উদ্দিন এর অর্থায়নে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সর্ব সাধারণের জন্য ঠান্ডা পানির কুলার উপহার হিসেবে প্রদান করা হয় এবং বিন্নাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ঠান্ডা পানির কুলার স্হাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বেলাল হোসেন ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন, ইমরান হোসেন এমবিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মিজানুর রহমান, সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মুহাম্মাদুল্রাহ যোবায়ের, সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সহ—সভাপতি আবুল কালাম আক্তার (দুলাল মিয়া), সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আবদুল ওয়াদুদ।

উক্ত সভায় অতিথিগণ সহ আরো বক্তব্য রাখেন, মানবিক পুলিশ আবু সায়েম, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সহ—সভাপতি সাংবাদিক মোঃ হারুন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য শহীদুল্লাহ মিন্টু প্রমুখ।

এসময় সেনবাগ বাজারের ব্যবসায়ীগণ, ক্রেতা সাধারণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *