প্রাইভেটকারের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. নাঈম ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছোট কমলদহ এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকার মহিউদ্দিন স্বপনের ছেলে ও বারইয়ারহাট কলেজের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মীরসরাই উপজেলর কমলদহ এলাকায় ইউটার্নে পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা হাজী শামসুদ্দীন ভূঁইয়া বলেন, আমার ভাতিজা বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শহরে যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয়।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর জানান, পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *