চট্টগ্রাম মহানগর চক বাজার ফুলতলা এলাকায় প্রবাসীর বাড়িতে কথিত সাংবাদিক ফারুক ১৫ হাজার টাকা চাঁদা নেন

নাবিন আহমেদ:

 

চট্টগ্রাম শহরের আনাচে কানাচে চাঁদাবাজি করছে চাঁদাবাজরা। চাঁদাবাজদের মধ্যে কেউ রাজনৈতীক নেতা, কেউ হকার নেতা, কেউ পুলিশের সোর্স আবার কেউ কেউ কথিত সাংবাদিক। এরকমই এক কথিত সাংবাদিক ফারুক। যার নেই কোনো শিক্ষা জ্ঞান, মুখে মুখে সে একজন সংবাদ কর্মী ।

এই কথিত সাংবাদিক ফারুক এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন আবাসিক হোটেল, ছোট ছোট কলকারখানা এবং মাদক ব্যাাবসায়ীদের কাছ থেকে নিয়মিত সাংবাদিকতার দাপট খাটিয়ে চাঁদা তোলা। গত ২৫/১০/২০২৪ চট্টগ্রাম মহানগর চক বাজার ফুলতলা এলাকায় প্রবাসীর বাড়িতে কথিত সাংবাদিক ফারুক ১৫ হাজার টাকা চাঁদা নেন ।

অভিযোগ হলো্ ওই বাড়ির নাকি চট্টগ্রাম উন্নয়ন কর্তিপক্ষ (সি ডি এ) এর অনুমোদন নেই। বাড়ির মালিক প্রবাসি মান্নান চট্টগ্রাম উন্নয়ন কর্তিপক্ষ (সি ডি এ) এর অনুমোদন না নিয়েই অবৈধ ভাবে ৬ তলা বাড়ি তুলেন । পরবর্তিতে তিনি বানিজ্যিক ভাবে ফ্লোর বিক্রি করে দেন । প্রতিটি ফ্লোর ৬ লক্ষ টাকা করে বিক্রি করেন । যারা ফ্লোর কিনেছেন তাদের অভিযোগ তাদেরকে মিথ্যা কথা বলে এবং প্রতারনা করে ফ্লোর বিক্রি করা হয়েছে । এ বিষয় জানার জন্য ফ্লোর ক্রেতারা সাংবাদিকদের বলেন বিল্ডিং মালিক মান্নান আমাদের জানিয়েছেন যে আমাদের সমস্ত কাগজ পত্র আছে ।

সংবাদ কর্মীরা চলে যাওয়ার পরে, কথিত সংবাদ কর্মী ফারুক বাড়ির মালিক মান্নানকে ভয়ভীতি দেখিয়ে ১৫ হাজার টাকা নিয়েছেন এবং এই ঘুষের টাকার ভিডিও তার কাছে নাকি আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *