দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা মশিউর রহমান বহিষ্কার

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদ মর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

দলীয় ও নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের নতুন জেলখানা রোড এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে ছাত্রদলের ওই নেতাসহ সাতজন যুবক মাদক সেবন করছিলেন।

এ সময় সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে আদালতে ওই যুবকরা নিজেদের দোষ স্বীকার করেন। পরে বিচারক প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, মশিউর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিলকী ওরফে ঝুনুকেও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *