শহিদুল ইসলাম খোকন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী আতিকুর রহমানের বদলির আদেশ গত ৬ অক্টোবর জারি হলেও তা অমান্য করে নিজ কর্মস্থল সোনাতলা উপজেলায় যোগদান না করে তদবিরের মাধ্যমে এ উপজেলায় থাকার চেষ্টা করছেন।
নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ ছাবিউল ইসলাম এর স্বাক্ষরিত স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, স্বারক নং-৪৬.০২.০০০০.০০১.৯৯.২৯০.১৯.১১২৮৩ আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয় মো: আতিকুর রহমানকে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় ২০ অক্টোবরের মধ্যে উপজেলা প্রকৌশল হিসাবে যােগদানের জন্য ছাড়পত্র প্রদান করা হয়। মোঃ আতিকুর রহমান কর্মস্থলে যোগদান না করে ততবিরের মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলায় থাকার চেষ্টা করছে বলে গোপন সুত্রে জানা যায়।
আদেশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকায় ট্রেনিং এর কথা বলে সময় কালক্ষেপন করছে। নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানী স্বাক্ষরীত একটা প্রজ্ঞাপনে গত ২২অক্টোবরের একদিনের একটি ট্রেনিং ছিল ঢাকায়। কিন্তু উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান গত এক সপ্তাহ যাবত ঢাকায় অবস্থান করছে ট্রেনিং এর কথা বলে। সরকারী নিয়ম অনুসারে একজন কর্মকর্তা তিন বছরের অধিক থাকার কোন নিয়ম নেই। উপজেলা প্রকৌশলী বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে সখ্যতা করে কাজ নিয়ে দেওয়া থেকে শুরু করে কমিশন বানিজ্যর মাধ্য কোটি টাকা কামিছেন প্রতিমাসে। এই বাড়র্তি ইনকাম বন্ধ হবে তাই ততবিরের মাধ্যমে গোবিন্দগঞ্জ উপজেলায় থাকার পায়তারা করছে তিনি।
সে কারনে বদলী হয়ে আসা সোনাতলার প্রকৌশলী যাহাতে যোগদান করতে না পরে সে কারনে ঢাকায় অবস্থান করছেন। বদলী হয়ে আসা নতুন প্রকৌশলী মোঃ মাহবুবুল হক চার্জ বুঝে না পাওয়ায় দাপ্তরিক কাজে সমস্যা দেখা দিয়েছে ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।
অথচ সার্ভিস রুলের ৮১ ধারা অনুযায়ী, বদলি আদেশের পর নতুন কর্মস্থলে যোগদানের প্রস্ত‘তির জন্য একজন কর্মকর্তা/কর্মচারী সর্বোচ্চ ছয় দিন সময় পান। নির্ধারীত সময়ের মধ্যে যোগদান না করলে আদেশের গুরুত্ব কমে যায়।
উপজেলা প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে আওয়ামী দোসর দের সাথে আতাতের মাধ্যমে তাদের কে বিভিন্ন সুবিধা দেয়ার কারনে গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে পর৷ তা নিয়ে সমালোচনা হওয়ায় নব গঠিত সরকারের স্থানীয় সরকার বিভাগের আদেশে তার এ বদলী হয়।
এবিষয়ে প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন আমি আগামী রবিবারে নতুন প্রকৌশলীকে চার্জ বুঝে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা’ কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই জায়গায় নতুন, আর এবিষয়ে আমি অবগত নই, আপনি জেলা নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানান।
এলজিইডির গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, আমার জানামতে সে ২/১ দিনের মধ্যে নতুন প্রকৌশলী কে দায়িত্ব বুঝে দিবে