ইরানের প্রতি ইসরাইলে পুনরায় হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের আহ্বান

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

গত ১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। পাল্টাপাল্টি হামলার চক্র ভাঙতে ইসরাইলে পুনরায় হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট শনিবার বলেছেন, ‘আমরা ইরানকে ইসরাইলের উপর তার হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি যাতে যুদ্ধের এই চক্রটি আরও বৃদ্ধি না হয়ে এখানে থেমে যেতে পারে’।

ইরানে চালানো ইসরাইলি অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমানো আমাদের লক্ষ্য।’

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা দল ইসরাইলকে হামলা সীমিত পরিসরে করার আহ্বান জানায়।

‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করেছি।  যাতে বেসামরিক ক্ষতির কম ঝুঁকির লক্ষ্যবস্তু এবং আনুপাতিক পরিসরে হামলা পরিচালনা করতে ইসরাইলকে উত্সাহিত করা হয়।’

ইরানে চালানো ইসরাইলে হামলা সম্পর্কে ওই কর্মকর্তা আরাে বলেন, ‘আজ সন্ধ্যায় (ইরানের স্থানীয় সময় রাতে) যা ঘটেছে তা অবিকল ছিল বলে মনে হচ্ছে’।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইসরাইলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যে সব ঘাঁটি ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল’।

এতে বলা হয়, ‘ইসরাইল ও তার নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’ ।

‘আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে প্রতিশোধমূলক হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে’ ।

তবে ইরান জানিয়েছে, ইসরাইলের হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে মোকাবেলা করেছে।

তেহরানের দাবি, ইসরাইল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *