স্ত্রীকে বিষ খাইয়ে মেরে আত্মহত্যা বলে প্রচার স্বামীর

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

টাঙ্গাইলের সখীপুরে রওশন আরা বেগম (৫৫) নামের দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রওশন আরা বেগম ওই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

এদিকে বিষপানে আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক ও তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের দুই ছেলে মো. রনি আহমেদ ও রুবেল হোসেন দাবি করেছে। ঘটনার পর থেকেই জাহাঙ্গীর আলম পালিয়ে গেছেন। পুলিশ শুক্রবার দুপুরে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।

শুক্রবার সকালে সরেজমিনে ওই গ্রামে গেলে দুই ছেলে মো. রনি আহমেদ ও রুবেল হোসেন বলেন, বিভিন্ন সময় মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বাবা। প্রতিবাদ করলে আমাদের ওপরও চড়াও হতেন বাবা। দুই সন্তানই অভিযোগ করে বলেন, বাবা পরকীয়ায় আসক্ত ছিলেন। মাকে ছাড়াও বাবা আরও দুটি বিয়ে করেছেন জানিয়ে তারা বলেন, সোমবার মাকে বাবা মারধর করে সংজ্ঞাহীন করে ফেলে। তারপর জোর করে তরল কীটনাশক খাইয়ে দেন। এটি নিখুঁত পরিকল্পনা জানিয়ে তারা মা হত্যার বিচারে বাবার ফাঁসি দাবি করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *