নওগাঁর সাপাহারের সীমান্ত থেকে ইউরেশীয় কুট পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) জবই বিল জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সদস্যরা পাখিটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে বামনপাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের মাঝামাঝি স্থানে একটি পুকুরের ধারে আহত অবস্থায় ইউরেশীয় কুট পাখিটি বসে ছিল। পাখিটিকে ধরে বিক্রি করার চেষ্টা করে কিছু মানুষ।
নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের পরামর্শে পাখিটিকে জবই বিলের ডুমরইল অংশে মৎস্যচাষিদের উপস্থিতিতে মৎস্য অভয় আশ্রমে অবমুক্ত করেন সংস্থাটির সদস্যরা।
বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, এটি খুবই দুর্বল প্রকৃতির পরিযায়ী পাখি।