পূবাইলে নিজের ঘর ভেঙে বিপাকে বাড়ির মালিক

খসরু মৃধা:

 

গাজীপুর মহানগরীর পূবাইল ৪১ নং ওয়ার্ড এর মাইজগাও মৌজায় নৈই পাড়া, ভাদুন এলাকার নিজ বাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘর ভেঙে বিপাকে পরেছে বাড়ির মালিক মৃত চন্দ্র মোহন মল্লিক এর ছেলে উত্তম কুমার মল্লিক।

সরজমিনে খোজ নিয়ে জানা গেছে মাইজগাও মৌজায় নৈপাড়া যাহার এস/সি এস খতিয়ান ৯৩, দাগ নং ৫৫ আর এস খতিয়ান ৩২, আর এস দাগ নং ১১ মোট জমি ১৯৬ শতাংশ জমি মৃত জ্ঞান মোহন মল্লিক এর দুই ছেলে পৈতৃক সুত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসিতেছি ,

অভিযোগকারীর বর্ননা মতে জানা যায় জ্ঞান মোহন মল্লিক এর মৃতুর পর ২০০৮ইং সালে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সব জমি মৌখিক সাম আপোষ বন্টননামা করেন তারা, সেই বন্টন নামা অনুযায়ী পুরোতন ঘর সহ আর এস ১১ দাগের জমির পূর্বাংশ চন্ত্র মোহন মল্লিও ও পশ্চিম এ ইন্দ্র মোহন মল্লিক এর ওয়ারিশ গন ভোগ দখল করে আসিতেছে ,

যাহার প্রমান সরুপ চন্দ্র মোহন মল্লিক ও ইন্দ্র মোহন মল্লিকের নামে খাজনা খারিজ করা হয়েছে, যাহার জোত নাম্বার ৭২৪, ২৬/১২/২০১৩ ইং,

উল্লেক্ষ যে চন্দ্র মোহন এর একমাত্র ছেলে উত্তম কুমার মল্লিক তার দখলে থাকা মাটির ঘরটির টংগী পৌরসভা ও গাজীপুর সিটি কর্পোরেশনের হোল্ডিং টেক্স দিয়ে আসিতেছে পূর্ব থেকেই যাহা মাইজগাঁও নৈই পাড়া মৌজার হোল্ডিং নং ৫৬,

গত ২৫ অক্টোবর উত্তম কুমার মল্লিক তার দখলে থাকা পরিত্যাক্ত ঘরটি ভেঙে জমি বাউন্ডারি ও বাড়ি নির্মানের পরিকল্পনা করেন,

এ সময় উত্তম কুমার মল্লিকের চাচা ইন্দ্র মোহন মল্লিক ও তার ছেলে ঘর ভাঙায় বিরোধিতা করেন,বিরোধিতার বিষয়ে জানতে চাইলে জানান মাটির ঘরের মালিকা আমি নিজে , পূর্বেও বিষয়টি নিয়ে উত্তম কুমার মল্লিক স্থানীয় পূবাইল থানার অভিযোগ দায়ের করেন, পরে থানা কতৃপক্ষ বিবাদী কে একাধিক বার ডাকার পরও সে উপস্থিত হয়নি,

এতে করে বিপাকে পড়েছে ঘরের বর্তমান মালিক। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান পারিবারিক বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *