স্বাধীন সংবাদ ডেস্ক :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ২০২৩—২০২৪অর্থ বছরের ( টি.আর) গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে।
তর্থসূত্রে জানা যায়, চকমিরপুর ইউনিয়নের সমেতপুর গ্রামের পাকা রাস্তা হতে আব্দুল কদ্দুসের বাড়ি পর্যন্ত গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজের জন্য এক লাখ ৫০হাজার টাকার অর্থ বরাদ্দ হয় । সরজমিনে গিয়ে স্থানীয়বাসীর কাছে জানা যায় সমেতপুর পাকা রাস্তা হতে আব্দুল কদ্দুসের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ হওয়ার কথা থাকলেও উক্ত কাজ ৫০ হাজার টাকা নিয়ে অর্ধেক কাজ করে ফেলে রেখেছে, বাদবাকি রাস্তার কাজ না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
শুধু তাই নয় প্রকল্প ভিত্তিক কাজে মনগড়া সভাপতি বানিয়ে রাখে কোন প্রকল্প ভিত্তিক কাজের সভাপতির নাম লিষ্টে থাকে অথবা সেই প্রকল্পের সভাপতি নিজেই জানে না সে সভাপতি। এ যেন এক যাদুর ভূতুরে কলকাঠি ম্যাপ আছে ভূমি নাই ভূমি আছে ম্যাপ নাই। এ বিষয়ে প্রকল্প সভাপতি সজীব এর এখনো পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা বার বার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম কে অনুসন্ধানে রাখার অনুরোধ জানিয়েছেন যে প্রত্যন্ত গ্রামের রাস্তার উন্নয়ন মূলক কাজের ১লাখ ৫০হাজার টাকা কে সেই লোপাট কারী । তবে স্থানীয় বাসীরা আরও বলেন যদি কখনো জানতে পারি তাহলে আমরা অবশ্যই জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও অফিস ও সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ পেশ করবেন।
এ বিষয় দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার অফিসে গেলে (পি আই ও) মোঃ মমিনুর রহমান দায়সারা কথা বার্তা বলে থাকেন।