কামরুল ইসলাম :
সোমবার ২৮ তারিখে লোহাগাড়া থানার ট্রাফিক পুলিশের টিআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে লোহাগাড়া থানা সদর এলাকা যানযট মুক্ত পরিচন্ন নগরী হিসেবে গড়ে তুলতে টি আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে ফোর্সের প্রয়োজনীয় ব্রিফিং শেষে বিশেষ অভিযানের নের্তৃত্ব প্রদান করেন। এবং সোমবার ২৮ তারিখ সকাল ১১টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে লোহাগাড়া থানার ট্রাফিক ইনচার্জ টি আই ও ফোর্স কর্তৃক সংশ্লিষ্ট লোহাগাড়া থানা এলাকায় বিশেষ অভিযানে মোতায়েন থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রয়োগ করে।
এ প্রসঙ্গে টিআই সাদ্দাম হোসেন বলেন, লোহাগাড়া থানা এলাকাকে যানযট মুক্ত করে আধুনিক মডেল নগরী হিসেবে উপহার দিতে ট্রাফিক পুলিশ লোহাগাড়া থানার মহাসড়ক ও সদর কে পরিচ্ছন্ন যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশ সদা জাগ্রত থেকে যে ভাবে দায়িত্ব পালন করেছে, ঠিক একই ভাবে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশ লোহাগাড়া সদর মহাসড়কে থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি এ সময় সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো এবং মহাসড়কে সতর্ক ভাবে, সাবধানে এবং দায়িত্ব নিয়ে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ জানিয়েচ্ছেন।
মূলত ছাত্র জনতা আন্দোলনের পরবর্তী দিনগুলোতে মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকার কারণে মহাসড়ক গুলো যানযট থাকে। এই যানযট মুক্ত করতে মোটরসাইকেল, প্রাইভেট কার, জীপ, বাসসহ অন্যান্য গাড়ি গুলো দ্রুত গতি বা বেপরোয়া গতিতে চালানোর প্রবনতা লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনের পরবর্তীতে প্রায়ই গাড়ি গুলো যেন যানযট সৃষ্টি করে শহর কে অপরিচ্ছন্ন করতে না পারে। এই বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো যানযট মুক্ত পরিচন্ন নগরী নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ কর্তৃক স্পিড গান ব্যবহার করে প্রসিকিউশন দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।