ছাত্রলীগ নিষিদ্ধ করার বিষয় যা বলল যুক্তরাষ্ট্র

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে।

সোমবার (২৮ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ছাত্রলীগের ওপর নিষিধাজ্ঞা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা স্পষ্ট করলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ছাত্রলীগের ওপর নিষিধাজ্ঞা নিয়ে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতাসহ তাদের মৌলিক স্বাধীনতাগুলো উপভোগ করতে পারা উচিত। বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন, এটাই হওয়া উচিত।

তিনি বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় এটি তুলে ধরার পাশাপাশি এই মঞ্চ থেকেও বহুবার বিষয়টি স্পষ্ট করেছি।

সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রের স্বার্থে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া ব্রিফিংয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া এবং বাংলাদেশের ব্যাংক খাত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ১৭ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার প্রসঙ্গও উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *