সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালকের মৃত্যু

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তাদির (৩২) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলসাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তাদির হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চইলা রামপুর এলাকার হাসেন আলীর ছেলে। তিনি ওই পিকআপের চালক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পিকআপে ডাব বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন চালক মুক্তাদির। টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা এলাকা অতিক্রম করার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে পিকআপভ্যান আটকে যায়। সেসময় চালকের আসনে থাকা মুক্তাদির চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৬টার দিকে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে ৫টা ৪০মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রথমে পিকআপ থেকে ডাব আনলোড করা হয়। পরবর্তীতে একটি ট্রাকের সহায়তায় পিকআপভ্যান টেনে উদ্ধার করা হয়। এরপর পিকআপ থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *