সাতক্ষীরায় বিনা লাভের দোকান, ক্রেতাদের স্বস্তি কম দামে পেয়ে

আব্দুর রশিদ :

 

সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।

মঙ্গলবার দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল, ডিম, আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক—সবজির দাম আকাশছোঁয়া।

এঅবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাখ ২০ টাকা, পেপে ২৬ টাকা, ডাল ১শ’ টাকা, পেঁয়াজ ১শ’ টাকা, মিষ্টি কুমড়া—৫৭ টাকাসহ বিভিন্ন শাক—সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক—সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ বিষয় কাটিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘‘ সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুনা কিছু কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে। ’’ চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা। এবিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ জানান, ‘‘কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।

জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান,‘‘ লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *