যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুতে মুক্তি মিলল

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

মাগুরায় আলী আকবর (৭৮) নামের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

আলী আকবর জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। তিনি খুন, ডাকাতি ও অস্ত্রসহ চারটি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, অসুস্থ আলী আকবরকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, ১৯৮৯ সাল থেকে কারাভোগ করছিলেন আলী আকবর। আজ দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থবোধ করেন। পরে তাকে ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *