যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) নাটোরের জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজামাল (২৫) গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিউলি বেগমের সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের সময় শিউলির বাবা নজরুল ইসলাম ১৫ হাজার টাকা যৌতুকের মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন।

বাকি পাঁচ হাজার টাকার জন্য নানা সময় শিউলিকে নির্যাতন করেন শাহজামাল ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের জানুয়ারি মাসে ঝগড়ার সময় শিউলিকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন শাহজামাল।

এ ঘটনায় শিউলির বাবা নজরুল ইসলাম গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি শুনানি শেষে বিচারক শাহ জামালকে মৃত্যুদণ্ড দেন।

নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *