টিকটকের প্রতিষ্ঠাতা এখন চীনের শীর্ষ ধনীদের খাতায় নাম লিখিয়েছেন

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক : 

 

বিশ্বব্যাপী টিকটকের জনপ্রিয়তা বাড়ছেই। এর মূল সংস্থা বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণও বেড়ে গেছে। ফলে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিং।

জানা গেছে, ঝাং ইমিংয়ের বর্তমান সম্পদের মূল্য ৪ হাজার ৯৩০ কোটি ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেড়েছে। ২০২১ সালে ৪১ বছর বয়সী ঝাং ইনচার্জের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে কোম্পানিতে তার ২০ শতাংশ মালিকানা রয়েছে।

চীনা কোম্পানি হওয়ায় কিছু দেশ বহুদিন ধরেই টিকটক নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে আসছে। কিন্তু তারপরেও বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হয়ে উঠেছে এটি। বিশেষ করে তরুণদের মধ্যে টিকটকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *