আজ সনাতনী সম্প্রদায়ের শ্যামা (কালী) পূজা

প্রভাস চক্রবর্ত্তী :

 

কালী কালী মহাকালী, কালীকে মা পরমেশ্বরী,সর্ব্বপাপ হরদেবী, নারায়ণী নম:স্তুতে।

আজ বৃহস্পতিবার সনাতন সম্প্রদায়ের অন্যতম দ্বিতীয় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। সারা দেশে মহাসমারোহে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ কালীপূজা পূর্ব গোমদন্ডী পৌরসভাস্হ বণিক পাড়া জগদীশ্বরী কালী বাড়ি, পূর্ব গোমদন্ডী নিশান সুভ্রের বাড়ি, জগদানন্দ আশ্রমের কালী,গাঙ্গুলী বাড়ী,পশাল দত্তের বাড়ী,বিভুপদঘোষ, মনুঘোষ, বিদগ্রাম ভঞ্জ বাড়ি, কানুনগোপাড়া কধুরখীল বলতেগেলে ঘরে,ঘরে,তৎমধ্যে আনন্দময়ীধাম,রক্ষা কালীবাড়ি উল্লেখ্য যোগ্য।

এ দিকে আমেরিকান প্রবাসী,সন্তোষ দে,বিশ্বজিৎ চৌধুরী বাবুন, জুঁয়েল চৌধুরী, প্রবাসী প্রিয়তোম দত্ত, লোকনাথ মন্দিরের পরিচালনা পরষদের সভাপতি শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল দে, সুহৃদ ক্লাবের সভাপতি ডা: প্রভাস চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার,উৎসব উদযাপন পরিষদের সভাপতি তাপস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক, সুমন কর,সহ,ক্লাবের সুমন দে,সুব্রত দত্ত রাজু, তন্ময় চৌধুরী, সজিব চৌধুরী,বাপ্পী চৌধুরী, রানা দত্ত,প্রদীপ দে, প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী,বিজয় চক্রবর্ত্তী, সোমেন চক্রবর্ত্তী, অভি দত্ত,শিক্ষিকা ডেইজি ভট্টাচার্য্য, রুমা চক্রবর্ত্তী,ডা: সুবল দাশ অর্পন চক্রবর্ত্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সাধারণত বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী। তাই কালীপূজা শক্তির পূজা। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এটি দীপাবলি নামে পরিচিত। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা—মাতা, স্বজনদের স্মরণ করেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করে আলোকিত পৃথিবীর প্রত্যাশা করেন।

এদিন মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণসহ ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে, নানা উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। পূজার্চনা শেষে ভক্তরা কালী দেবীর উদ্দেশে পুষ্পাঞ্জলি দেন। লোকজ বিশ্বাস অনুযায়ী দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শ্মশানে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *