প্রভাস চক্রবর্ত্তী :
পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন কাকীমা মঞ্জু চক্রবর্ত্তী,তিনি ছিলেন সৎআলাপি,ন্যায়পরায়ন, শান্তি প্রিয়মহিল।
গতকাল রাত ১২টা ৪০ মিনিটে সময় মঞ্জু চক্রবর্ত্তী,(৬৪) ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। তাঁর বড় ছেলে রানা চক্রবর্ত্তী,জানান আসার মা দীর্ঘদিন হার্ট,ডায়বেটিস, এবং কিডনি রোগে ভুগছিলেন। তিনি আরো জানান গত গতকাল মা হঠাৎ শ্বাস কষ্ঠ বেড়েগেলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করি।
রাত বাড়তে থাকলে হঠাৎ দেখি মার চোখ বন্ধ হয়েগেছে, মার সাড়া শব্দ না পেয়ে ডাক্তার ডেকে আনি। ডাক্তার,- মাকে মৃত্যু ঘোষণা করে। তাঁর আপন ভাইয়ের মেয়ে রুমা চক্রবর্ত্তী,জানান,পিসিমনি আমাকে খুবই ভালোবাসতো, এভাবে চলে যাবে ভাবতে পারিনি।
আজ বোলুয়ার দীঘির পারে,মহাশ্বশানে, আত্মীয় স্বজনদের উপস্থিততে সৎকার সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই পুত্রবধু নাতি, নাতনী সহ বহুগুনগ্রাহী রেখে যান।