স্বাধীন সংবাদ ডেস্ক :
গাজীপুরের টঙ্গীতে জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুনবাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহবায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন, জামাল হোসেন, সানজিদ আহমেদ, সিরাজুল ইসলাম, আলী মামুন টুটুল, রনি দেওয়ান, রানা হোসেন ও রনি মোল্লা প্রমুখ।
স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার বিনা দোষে মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর যাবত কারাবন্দি রয়েছেন। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।