স্বাধীন স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠেই খেলা। নিজেদের পরিচিত মাঠে পরিচিত উইকেটেই নাকাল অবস্থা বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকাকে ডেকে এনে সিরিজ হারানোর স্বপ্ন দেখা বাংলাদেশ দল হোয়াইটওয়াশের দ্বার প্রান্তে।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ঢাকায় ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে ইনিংস পরাজরে পথে টাইগারর।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করে তিন সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের দুয়ারে।