যে দুই বলিউডের সিনেমা সৌদি আরবে নিষিদ্ধ

স্বাধীন বিনোদন ডেস্ক :

 

বলিউডে ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’ নিয়ে বক্স অফিসে চলছে তুমুল লড়াই। দুই ছবিই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। যে ছবি নিয়ে ভারতজুড়ে উত্তাল সৃষ্টি করেছে, ঠিক সেই দুই ছবিকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।

ছবি মুক্তির ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে— সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগেই দুই সিনেমাই দেখেছে সেই দেশের রিভিউ কমিটি। তাদের মতে, এ দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে। শুধু তাই নয়, এ দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’। তবে শুধুই বলিউডের এ দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ভারতজুড়ে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে। আর দর্শকদের মাঝে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এমন চাহিদা দেখে মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট।

অগ্রিম বুকিংয়েও বাজিমাত করেছে ‘ভুলভুলাইয়া ৩’। বক্স অফিসের হিসাব বলছে— কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এ ছবি ইতোমধ্যে এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এ ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এ ছবি ব্যবসা করেছে ২৫ লাখ টাকার ওপর। তবে বিশেষজ্ঞদের মতে, দিওয়ালি যত কাছে আসবে, ততই বাড়বে ‘সিংহাম এগেইন’ ছবির ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *