নাঈম উদ্দিন সানি :
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আব্দুর রশিদ (৫২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ—৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৪১ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরও ২০০—৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে— সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৬০), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬০), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ (৬৫) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই দুপুর ১টায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড অংশে ভুক্তভোগী আব্দুর রশিদসহ আন্দোলন অংশগ্রহণ করা ছাত্র—জনতা সড়কে অবস্থানকালে প্রধান আসামির নির্দেশে তাদের দলীয় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে ভুক্তভোগীর ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঘটনাস্থলে থাকা জনতা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।