৫৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মহব্বত হোসেন অন্যায় অত্যাচার করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা

স্টাফ রিপোর্টার :

 

রাজধানীর কদমতলী থানাধীন ৫৩ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক হাজী মহব্বত হোসেন অন্যায় অত্যাচার করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা ।

আওয়ামিলীগের প্রভাব খাটিয়ে বিগত ১৫ বছর যাবত ৫৩ নং ওয়ার্ড সহ শ্যামপুর এবং কদমতলী থানা এলাকার সাধারন ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের জিম্মি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তার অত্যাচার থেকে বাদ যায়নি মসজিদ ও মাদ্রারাসা। এই মহব্বত হোসেন জুরাইন মিষ্টির দোকানের পাশে শাহী মসজিদ কমিটির সাধারন সম্পাদক হয়েছেন জোর করে।

এই বিষয় নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসি বলেন মহব্বত এর হাত থেকে কেউই নিরাপধ ছিল না। জোর করে শাহী মসজিদের সাধারন সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে মসজিদের টাকা পয়সা আত্মসাধ করেছেন ভুয়া ভাউচারের মাধ্যমে। সাবেক এমপি ড. আওলাদের নাম ভাঙিয়ে অপকর্ম করে গড়ে তুুলেছেন অনেক সম্পদ ।

গড়ে তুলেছেন বাড়ি ও গাড়ি । পোস্তগোলায় রয়েছে তার বিশাল রড সিমেন্টের ব্যবসা । জুলাই—আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামিলীগের গুন্ডাদের অর্থের যোগান দাতা ছিল এই মহব্বত। বিএনপির নেতা—কমীর্দের বাড়ি ঘড় ও পেট্রল পাম্প ভাঙার পরিকল্পনা কারী ছিল এই মহব্বত। জুলাই—আগস্টের ছাত্র ও জনতা আন্দোলনের মানুষদের হত্যা মারধরের ভয়ভীতি দেখাতো এই আওয়ামি নেতা । বর্তমানে টাকার জোরে এখনো রয়েছেন ধরা ছোয়ার বাহিরে । মহব্বত বিষয় একাধিক ভুক্তোভোগী মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি বরাবর আবেদন করেছেন, যা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *