আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ৬ পুলিশ সদস্য

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার উপপরিদর্শক  আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ৬ সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়। মারধরে তিনিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। এ সময় লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, বিস্তারিত পরে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *