নতুন প্রেমিককে নিয়ে ঘুরতে গেলেন কেদারনাথ

স্বাধীন বিনোদন ডেস্ক : 

 

বলিউডের উদীয়মান তারকা সারা আলি খান সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন, যা নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ছবিগুলো ভারতের উত্তরাখণ্ডের প্রসিদ্ধ পর্যটন এলাকা কেদারনাথ সফরের সময় তোলা হয়েছে। গুঞ্জন উঠেছে সারা তার নতুন কথিত প্রেমিক মডেল ও রাজনীতিবিদ অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে কেদারনাথে ঘুরতে গিয়েছেন।

এই গুঞ্জন শুরু হয় একটি সূত্র ধরে। সেটি হলো- সারা যেদিন তার সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন। সেই একই দিনে অর্জুন প্রতাপ বাজওয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে কেদারনাথের ছবি শেয়ার করেছেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে তারা একে ওপরকে ডেট করছেন এবং তারা একসঙ্গে কেদারনাথ ঘুরতে গিয়েছিলেন।

ওই ছবিগুলো শেয়ার করে সারা ক্যাপশনে লিখেছেন, জয় শ্রী কেদার, মন্দাকানি কা বাহান, আরতি কি ভয়েস, একটি মিল্ক সাগর, মেঘের আড়ালে, পরবর্তী সময় পর্যন্ত।

এদিকে অর্জুন প্রতাপ বাজওয়ার দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে প্রথম ছবি কেদার ধামের। দ্বিতীয় ছবিতে কেদারনাথ দর্শন করতে দেখা যাচ্ছে অর্জুনকে।

যদিও সারা বা অর্জুন কেউই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেননি। তবে সব ছবি মিলিয়ে দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম রেডিট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, এটা কি তবে সারার বয়ফ্রেন্ড… যা রেডিট বেশকিছুদিন ধরেই ভাবছিল যে তারা গোপনে ডেটিং করছেন।

সারা আলি খান বলিউডের একজন উদীয়মান অভিনেত্রী। তিনি তার অভিনয় এবং মিষ্টি ব্যক্তিত্বের কারণে অনেকের মনে একটি বিশেষ স্থান দখল করেছেন। সারা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন এবং তার পরবর্তী প্রকল্পগুলি নিয়ে তিনি বেশ আশাবাদী।

অপরদিকে, অর্জুন প্রতাপ বাজওয়া একজন মডেল এবং রাজনীতিবিদ। তার ব্যক্তিত্ব এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি পরিচিত। অর্জুন সবসময় সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য কাজ করেন এবং তার ফ্যাশন সেন্সের জন্যও তিনি প্রশংসিত হন। সারা এবং অর্জুনের মধ্যে সম্পর্ক নিয়ে আগ্রহের মূল কারণ হল তাদের ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *