স্বাধীন বিনোদন ডেস্ক :
বলিউডের তারকা সন্তানদের ওপর প্রচারের আলো থাকে সব সময়। তার ফলে অনেক সময়ই ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখা দুষ্কর হয়ে ওঠে।
শাহরুখ খান ও গৌরী খানের জীবনের রাজকন্যা সুহানা খান তার ওয়েব ফিল্ম ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন। ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে বেশ নাম কুড়িয়েছেন সুহানা। একই ছবিতে কাজ করেছেন
অমিতাভ বচ্চনের দৌহিত্র অগস্ত্য নন্দা। সেখানেই কি মন দেওয়া-নেওয়া হয়েছিল তাদের? এই প্রশ্ন সবার মনেই।
অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দীপাবলির পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। সেখানেই এক গাড়িতে হাজির সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকের ওপর থেকে চোখ সরল না সুহানার। অগস্ত্যকে দু-চোখে আগলে রাখলেন তিনি।
বচ্চন কন্যা শ্বেতা নন্দার একমাত্র পুত্র অগস্ত্য। সূত্রের খবর, জোয়া আখতারের ছবির সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতেন সুহানা-অগস্ত্য। তখনই বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। নিজেদের ঘনিষ্ঠতা কখনই আড়াল করার চেষ্টা করেনি তারা। তবে এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চান না দুজনে। বয়সে বচ্চনের নাতির চেয়ে মাস কয়েকের বড় সুহানা।
এদিন সুহানা খানকে একটি শিমারি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা মিলল। অগস্ত্য নন্দা একটি চকচকে কালো পোশাকে ঝলমল করলেন। সুহানা এবং অগস্ত্যকে গাড়িতে বসে একে অপরের সঙ্গে হাসতে এবং গল্প করতে দেখা গেছে।
এ প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কোনো প্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। ছেলের বউ হিসেবে ইতিমধ্যেই সুহানাকে মেনে নিয়েছেন বচ্চন-কন্যা।