প্রভাস চক্রবর্ত্তী :
আমি সকালে আমার বাড়িতে এসেই,পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করে চরণে প্রনাম নিবেদন করে এসেছি। খুবই সুন্দর বাবার মন্দির।আমি চাই মন্দির আরো উন্নতও প্রসারহোক,মন্দির পরিচালনা পরষদ ও ক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কথা বলেন আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা – অপু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক অনিল দে,সুহৃদ ক্লাবের সভাপতি ডা: প্রভাস চক্রবর্ত্তী,সাবেক মন্দির পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক উৎফল চৌধরী,সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার, শিক্ষক চিন্ময় চৌধুরী( বাবলু),দীপু সেন, সজিব চৌধুরী, টুটুল চৌধুরী রাজু দে, পুলক চৌধুরী,বিজয় চক্রবর্ত্তী, রানা চৌধুরী, শয়ন চৌধুরী, রানা দত্তসহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
তিনি এসময় মন্দির উন্নয়নের জন্য তাঁর সহযোগিতা আশা ব্যক্ত করেন।
সমাজ হলো মানুষের একটি দল বা গোষ্ঠী । এর সকল সদস্য এমন একটি মিলন-নীতির দ্বারা সংগঠিত যা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে । অর্থাৎ মানব সমাজ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত । মানব সমাজের দুইটি দিক রয়েছে: একটি দৃশ্যমান ও অন্যটি আধ্যাত্মিক । দৃশ্যমান দিকটি হলো সকলের একত্রিত হওয়া ও বিপদে-আপদে একে অন্যের পাশে দাঁড়ানো; মানব জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাসমূহে দৃশ্যমান ও নৈতিক সমর্থন দান করা ।
আধ্যাত্মিক দিকটি হলো সমগ্র অতীতের ওপর ভিত্তি করে ও ভবিষ্যতের জন্য সদস্যদের প্রস্তুত করে যুগ যুগ ধরে মানব সমাজ টিকিয়ে রাখা। সমাজের মধ্য দিয়েই প্রতিটি মানুষ উত্তরাধিকার সূত্রে নিজে প্রতিষ্ঠিত হয় এবং বিশেষ বিশেষ আধ্যাত্মিক গুণ লাভ করে যা তার অনন্যতাকে প্রকাশ করে ও দিনে দিনে বিশেষ একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠে। সে যে-সমাজের অংশ সে-সমাজের কাছে তার আনুগত্য প্রকাশ করে ও সকলের মঙ্গল সাধন করার জন্য নিজেকে নিয়োগ করে ।
এ সময় তিনি রাখের উপবাসে তার সহযোগিতার কথা বলেন।
উল্লেখ্য তিনি মন্দিরের গেইটি নির্মান করে দিয়েছিলেন।