নরসিংদীর পলাশে ইউনুস অপু (১৭) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের কালীরহাট-গজারিয়া সড়কের নোয়াকান্দা দক্ষিণপাড়া এলাকার একটি ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
নিহত ইউনুস অপু শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামাগাও এলাকার নয়ন মিয়ার ছেলে।
তিনি বলেন, মরদেহ শনাক্ত শেষে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নই।