নূরুল ইসলাম :
শ্রীপুরের যুগির সিট গলদাপাড়া গ্রামের জাহাম্মদ আলি (৬৫) পিতা আলিআগবর জারু বিক্রেতা। নাতি মো: রাকিম এতিম।
মা মরা নাতিনকে একটি গরু কিনে দেন দাদা ওই আদরের গরুটি গুন্ডা পান্ডারা বাড়ি থেকে নিয়ে যায়, এবং বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং তার নাতিকে মেরে ফেলার হুমকি দেয়।
গত রবিবার রাত ১১ টারদিকে গরুর বেপারীকে সাথে নিয়ে এসে গরুটি বাড়ি থেকে তুলে নিয়ে যায় ব্যাপারি মো: ইসমাইল। গরু নেওয়ার সময় বাড়িতে থাকা জাহামদ আলী ও স্ত্রী মো: জামেনা খাতুন তাদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে তবুও তাদের মন গলে নি।
এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় বিগত দিন তারা মাদকাসক্ত হয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করায় জাহামদ আলী বাধা দেওয়ায় তার প্রতি অত্যাচার করে এবং মারধর করে ।
পরেরদিন সকালে বিএনপি নেতারা গরু বিক্রি করার পর গরুর মালিক কে ছয় হাজার টাকা হাতে বুঝিয়ে দেয় আর বাকি টাকা আমরা নিয়ে যাচ্ছি । জাহামদ আলী কে বলে আপনি আর কোন টাকা পয়সা পাবেন না।