সারোয়ার হোসাইন :
আজ শনিবার (২নভেম্বর) ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত । জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।
তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সকাল ১০টায় জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর সমবায়ীবৃন্দের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বেলা ১১টায় উপজেলা সমবায় অফিসার আমির হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
উক্ত সবাই বক্তব্য রাখেন সহকারী সমবায় অফিসার সোহাগ মিয়া, ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান প্রমুখ।