বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশ্বের বৃহত্তম বন্দী কুমির ক্যাসিয়াসের মৃত্যু হয়েছে

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশ্বের বৃহত্তম বন্দী কুমির ক্যাসিয়াসের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রায় ১৮ ফুট লম্বা, ১ টন ওজনের ক্যাসিয়াসের বয়স হয়েছিল আনুমানিক ১১০ বছর।

১৯৮৪ সালে উত্তর অস্ট্রেলিয়ার একটি জলাভূমিতে ধরা পড়ে ক্যাসিয়াস। পরে এটিকে কুইন্সল্যান্ডের গ্রিন আইল্যান্ডে অবস্থিত মারিনল্যান্ড ক্রোকোডাইল পার্কে নিয়ে আসা হয়।

২০১১ সালে বিশ্বের বৃহত্তম বন্দী কুমির হিসেবে গিনেজ বিশ্বরেকর্ডের স্বীকৃতি পায় ক্যাসিয়াস।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাটের ফেসবুক পেজে প্রকাশিত এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ক্যাসিয়াসকে গভীরভাবে মিস করা হবে। সে আমাদের ভালবাসা ও স্মৃতিতে-হৃদয়ে চিরকাল থাকবে।’

জানা যায়, ক্যাসিয়াস মূলত একটি লবণাক্ত পানির কুমির, যা এই প্রজাতির মধ্যে সবচেয়ে বড় ধরনের কুমির হিসেবে পরিচিত। কুমির সাধারণত দীর্ঘ জীবনযাপন করতে পারে এবং লবণাক্ত পানির কুমিরের ক্ষেত্রে বয়স ৭০ বছরের বেশি হতে পারে। তবে ক্যাসিয়াসের বয়স আরও বেশি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *