রাস্তা সংস্কারে বন বিভাগের বাধা, প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন

ইকবাল হোসেন :

 

পাকা রাস্তার জন্য কয়েকটি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়ে হাজারো কৃষক, শিক্ষার্থী, শিক্ষকসহ সর্ব পেশার মানুষ চলাচল করে। পাকা রাস্তা নির্মাণ না হওয়ায় বর্ষা মৌসুমে হয় মানুষের ভোগান্তি। গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়া ইজ্জতপুর তিন কিলোমিটার সড়কের উন্নয়নের কাজে বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে।

এমন দাবী করে গতকাল শনিবার বেলা ১১ টায় শ্রীপুর রেঞ্জ অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেওয়া ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি বলে, ‘বৃষ্টি হলে আমাদের রাস্তায় কাদা থাকে। কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না।

রাস্তা পাকা হলে চলাচল করতে সকলের  এজন্যই সুবিধা হবে। বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন কিলোমিটার সড়কের পাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে খুবই ভোগান্তি হয়। শুনেছি বন বিভাগ রাস্তার উন্নয়নকাজে বাধা দিছে। আমরা বন বিভাগের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত সময়ে যেন আমাদের রাস্তার নির্মাণ কাজ যেন শুরু হয়।

এ সময় বক্তব্য দিয়েছেন মো.আতাউর রহমান,আক্কাস আলী, নাজমুল হোসেন,সাইদুর রহমান, ইমন ঘোষ, ইঞ্জিনিয়ার মো.শাহ আলম, সাজেদুল ইসলাম মিথুন, মাজাহারুল ইসলাম প্রমুখ। শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, লোহাগাছ থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। একজন ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পেয়ে কাজ শুরু করছিল, এটি বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে। এ বিষয়ে শ্রীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান রিপন বলেন, মানববন্ধনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *