যেই সকল পন্য সামগ্রি বিক্রয় করি তার মধ্যে বেজাল প্রমান করতে পারলে মানি ব্যাগ গ্যারান্টি— শরীফ

কামরুল ইসলাম :

লোহাগাড়ায় সাব বাজার নামে সুপার সপ শুভ উদ্বোধন করেন আবদুল্লাহ শরীপ। তিনি লোহাগাড়ায় এই প্রথম চমক সৃষ্টি করলেন এই সাব বাজারে কেনাকাটা করতে গিয়ে আপনার সংসারের যাবতীয় পন্য সামগ্রিই ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন। এই সাব বাজারে শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সহ মোদি দোকানের সব পণ্য ন্যায্য মূল্য ক্রয় করার সুবিধা রয়েছে।

আবদুল্লাহ শরীপ এই বিষয়ে বলেন আমি লাভের আশায় নয় জনসাধারণের সেবা করার প্রত্যয় নিয়ে এই সাব বাজার নামের এই সুপার সব দিয়েছি লোহাগাড়ায় সব দোকানের চেয়ে আমার দোকানের পন্য সামগ্রি যেমন নির্ভেজাল এবং ন্যায্য মূল্য বিক্রয় করে থাকি এবং দোকানের পন্য সামগ্রিই জ্বাল প্রমাণ করতে পারলে মানিব্যাগ গ্যারান্টি ।

গ্রাহকরা বলেন এই সাব বাজারে যেমন নির্ভেজাল পন্য সামগ্রী পাওয়া যাই তেমন অন্য দোকানের চেয়ে সব কিছুর মূল্য দশ বিশ টাকা কমে পাওয়া যাই তাই আমরা সাব বাজারে আসি আপনারা কি নায্য মূল্য নির্ভেজাল পণ্য সামগ্রী পেতে চান তাহলে নিচের ঠিকানায় চলে আসুন — ঠিকানা লোহাগাড়া সদর ষ্টেশনের কাঁচা বাজারের পুরাতন কক্সবাজার বোর্ডিংয়ের পাশে সীতাতপ নিয়ন্ত্রিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *