তামিমকে দেখা যাচ্ছে অনুশীলনে, তবে কি জাতীয় দলে ফিরছেন?

স্বাধীন স্পোর্টস ডেস্ক :

 

চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে থাকলে তামিম যে আর জাতীয় দলে ফিরছেন না সেটা এক রকম নিশ্চিতই ছিল। এখন হাথুরু না থাকায় তামিমের ফেরার সুযোগ দেখছেন অনেকেই। এর মধ্যে গুঞ্জন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা এই ওপেনার। সেই গুঞ্জনে এবার হাওয়া লেগেছে আরও।

সাবেক এই অধিনায়ককে গত দুদিন ধরেই দেখা যাচ্ছে মিরপুরে অনুশীলন করতে। বাংলাদেশ দল যখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে রওনা হয়েছেন তখন নিজেকে প্রস্তুত করছেন তামিম। আজও তামিমকে দেখা গেছে মিরপুরে অনুশীলন করতে। যা ইঙ্গিত দিচ্ছে দ্রুতই তামিমের মাঠের ক্রিকেটে ফেরার।

এদিন তামিমের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে বিশ্রামের কথা বলে আফগানিস্তান সিরিজে না রাখা পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকে। এই দু’জনের সঙ্গে ইনডোরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তামিম। এ সময় কোচ সোহেল ইসলামকেও দেখা গেছে তামিমের সঙ্গে।

তবে তামিমের এই অনুশীলনে ফেরা যে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে সেটা স্পষ্ট। কেননা, জাতীয় দলের বাইরে থাকায় তামিমের এই অনুশীলনে আসাটা চমকই। তাছাড়া বিপিএল মাঠে গড়ানোরও এখনও অনেকটা সময় বাকি। বিপিএল শুরুর এত আগেই নিশ্চয় অনুশীলনে নামবেন না তামিম। তাই ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস লিগ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরছেন এই তারকা ওপেনার। যেই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২২ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *