২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত

স্বাধীন স্পোর্টস ডেস্ক :

 

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে পাত্তাই পায়নি তারা। সবশেষ মুম্বাই টেস্টে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষতক সেই স্পিনেই তাদের ‘নীল’ করেছে কিউইরা। হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল।

এই সিরিজের আগে ফাইনালের হাতছোঁয়া দূরত্বে থাকা ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিপদ বাড়ছে। এই মুহূর্তে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০, পয়েন্টের শতাংশ ৬২.৫০। এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলে আটটি জিতেছে তারা। বাকি চার টেস্টের তিনটিতে হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে অজিরা।

অন্যদিকে এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতে উড়তে থাকা ভারতের দুশ্চিন্তা বেড়েছে। কারণ নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের সংখ্যা বাড়লেও জয়ের সংখ্যা সেই আট-ই রয়ে গেছে। এরপরও ভারতের পয়েন্ট (৯৮) অস্ট্রেলিয়ার বেশি। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ (৫৮.৩৩) অস্ট্রেলিয়ার থেকে কম। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের শতাংশের দিক দিয়ে শীর্ষ দুই দলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পায়।

পয়েন্টের শতাংশের দিক দিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই মুহূর্তে শ্রীলংকার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। আর ভারতকে দুঃস্বপ্ন দেখানো কিউইদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫।

ভারতের সামনে এখন অস্ট্রেলিয়া সফর। পাঁচ ম্যাচের সে সিরিজে ইতিবাচক ফল এলে চিন্তা নেই রোহিতদের। তবে সে কাজ যে মোটেও সহজ হবে না তা না বললেও চলে। শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালের আগে ছিটকে দেওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *