পিতাকে জাদু করে হত্যার সন্দেহে কবিরাজকে গলা কেটে হত্যা

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

পিতাকে জাদু করে হত্যার সন্দেহে কবিরাজ শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে গলা কেটে হত্যা করেছে ছেলে। হত্যার ২০ দিনের মাথায় হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের তদন্তে ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে।

এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা-সহ আলামত জব্দ এবং মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।

রোববার দুপুরে চুনারুঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চুনারুঘাট মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।

তিনি আসামির বরাত দিয়ে জানান, ১২ অক্টোবর উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলায় অজিত সাঁওতালকে গলা কেটে হত্যা করে লাশ ধানের জমিতে ফেলে যায় খুনি। এ ঘটনায় নিহতের ভাই অনিল সাঁওতাল থানায় মামলা করলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে একই এলাকার নকুল ভৌমিকের ছেলে দীপক ভৌমিককে র‌্যাবের সহায়তায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দীপক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

এএসপি আরও বলেন, অজিত প্রকাশ শনিচরণ সাঁওতাল কবিরাজ (তান্ত্রিক) পেশায় নিয়োজিত থাকায় নিহতের সঙ্গে আসামি অনুকূল ভৌমিক প্রকাশ দীপকের বাবা নকুল ভৌমিকের পূর্ব বিরোধ ও মনোমালিন্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *